দীর্ঘ বিশ বছর পর শনিবার রাতে চট্টগ্রাম যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রবিবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে তিনি জনসভায় বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই পলোগ্রাউন্ড এলাকায় মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। শহরজুড়ে তোরণ ও ব্যানারে সেজেছে স্বাগত স্বরূপ।
শেষবার চট্টগ্রাম সফর করেছিলেন তিনি ২০০৫ সালে, তখন চার দলীয় জোট সরকারের আমলে। সেসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, “তারেক রহমানের চট্টগ্রাম আগমন এক উৎসবমুখর পরিস্থিতি তৈরি করবে। সমগ্র নগরবাসী উচ্ছ্বাসের সঙ্গে নেতাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত।”
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদ উল্লাহ বলেন, “অতীতে বিএনপির সভা-সমাবেশে লাখো মানুষ সমবেত হয়েছে, শত বাধা সত্ত্বেও। এবার তারেক রহমানকে কেন্দ্র করে শুধু পলোগ্রাউন্ড নয়, রাজপথও জনস্রোতে মুখরিত হবে বলে আমরা আশা করছি।”
শহরের নেতারা জানিয়েছেন, এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রামবাসী সর্বোচ্চ উৎসাহের সঙ্গে প্রস্তুতি নিচ্ছে। দলের অফিস এবং বিভিন্ন এলাকায় পতাকা, ব্যানার ও মঞ্চ সাজানো হয়েছে, যেন শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।




