মাগুরা চাউলিয়া ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত।

0
3
মাগুরা চাউলিয়া ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত।
মাগুরা চাউলিয়া ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত।

শিক্ষা, সমতা ও উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরা সদর উপজেলার ৯ নং চাউলিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল মাগুরা ৯ নং চাউলিয়া  ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার ২০ অক্টোবর বিকাল ৩ টার সময় মালিকগ্রাম বোর্ড অফিস মাঠ প্রাঙ্গণে মাগুরা ৯ নং চাউলিয়া ইউনিয়ন মহিলা দলের আয়োজনে সমাবেশ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৯ নং চাউলিয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি বেদেনা বেগম ও সঞ্চালনা করেন ৯ নং চাউলিয়া ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক রুপিয়া বেগম।
উপস্থাপনা করেন মাগুরা পৌর শাখা মহিলা দলের আহবায়ক খুরশিদা ইয়াসমিন ইতি ও সার্বিক সহযোগিতায় মাগুরা সদর উপজেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হোসনেআরা খাতুন পলি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটি সহ-ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটি মহিলা দল সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা মহিলা দল সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি ও মাগুরা জেলা মহিলা দল সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফারহানা পারভীন বিউটি।

এছাড়াও উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা বিএনপি সদস্য এ্যাডভোকেট কবির, মাগুরা জেলা মহিলা দলের সহ-সভাপতি পারভীন আক্তার শিউলী, মাগুরা জেলা বিএনপি মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার স্মৃতি, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক-১ সাবিনা ইয়াসমিন মেরী, জেলা মহিলা দলের প্রচার সম্পাদক শিরিনা পারভীন, মাগুরা জেলা মহিলা দলের বন ও পরিবেশ সম্পাদিকা জোছনা পারভীন, শ্রীপুর উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপি, মাগুরা জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও মাগুরা সদর কৃষক দলের সাবেক আহবায়ক এহসানুল হক পলাশ, ২ নং ওয়ার্ডের মহিলা দলের সাধারণ সম্পাদক রুবি ফারহানা, সদস্য রেজিনা কবির, পৌর শাখা ৪ নং ওয়ার্ডের সভাপতি রুমা খাতুন, সাধারণ সম্পাদক জাহানারা, সহ-সভাপতি বিলকিস খাতুন, মহিলা দলের পৌরশাখা সদস্য সুমি, পৌর শাখা যুগ্ম আহবায়ক সুমা খাতুন, সদর থানা মহিলা দলের সদস্য সচিব আঞ্জুয়ারা আক্তার লিজা, থানা আহবায়ক রত্মা পারভীন, সদর থানা মহিলা দলের যুগ্ম আহবায়ক নুরজাহান, পৌর সদস্য সচিব বিউটি খাতুন, মহিলা দলের সদস্য সাবরিনা সুলতানা লাইজু, শালিখা উপজেলা মহিলা দলের সভানেত্রী কবিতা খান, চাউলিয়া ইউনিয়ন মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মেরিনা খাতুন, সহ-সভাপতি শরিফা সাবরিনা সুলতানা, বগিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাথী পারভীন শেফালী, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি মোঃ রাজু খান, মাগুরা সদর থানা জাসাস সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল নিরন শেখ, সদর কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, চাউলিয়া ১ নং ওয়ার্ড বিএনপি সদস্য মোঃ ওলিউল্ল্যাহ, মহিলা দলের সদস্য মাছুমা খাতুন মিম সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মৃত মানুষের ভোট হয়ে গেছে রাতের অন্ধকারে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করছে হবে। অতীতের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বিএনপির উপর অনেক জুলুম অত্যাচার চালিয়েও অন্যদলে যোগদান করাতে পারেনি। এছাড়াও শেখ হাসিনা দুপুরের গরম ভাত রেখে তার আদরের পোষা প্রাণীদের রেখে এককাপড়ে পালিয়ে গিয়ে ছিলো সরকার পতনের সময় গত ২০২৪ সালের ৫ আগস্ট তারিখে। এছাড়াও জামায়াত ইসলামী সহ অন্যান্য সংগঠনের লোকজন বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বেহেশতের টিকিট দিয়ে তাদের কন্ট্রোল করে নিচ্ছে। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে নির্বাচনের কাজ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here