বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, যারা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চায়, তারা বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র চায় না। তারা শুধু দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সাভারের ভাকুর্তা ইউনিয়নে এক জনসভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
অমান উল্লাহ আমান বলেন, “যারা পিআর পদ্ধতি চাচ্ছে, তারা বাংলাদেশের নির্বাচন চায় না, গণতন্ত্র চায় না; তারা চায় দেশে অস্থিরতা।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী যথাসময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই।”
জনসভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-২ আসনের মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান আলহাজ কফিল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।