সারজিস আলমের বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তে সিআইডি

0
17
সারজিস আলমের বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তে সিআইডি
সারজিস আলমের বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তে সিআইডি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। গাজীপুর সিএমএম কোর্টে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ মঙ্গলবার এই মামলাটি দায়ের করেন।

মামলার বাদী তানভীর সিরাজ জানান, সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সারজিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে বিভিন্ন অপপ্রচার চালিয়েছেন। তার এই কাজের ফলে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই দলের নির্দেশে এই মামলাটি করা হয়েছে।

মামলাটির শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ৭ আগস্ট গাজীপুরের চৌরাস্তা এলাকায় একদল দুর্বৃত্ত দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনার পর সারজিস আলম তার ফেসবুক পোস্টে লেখেন, ‘গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারী সন্ত্রাসীরা! আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন।’ সারজিসের এই ফেসবুক পোস্টের জেরেই বিএনপি নেতা তানভীর সিরাজ মানহানির মামলাটি দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here