আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ

0
21
আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ
আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে গতকাল (১৬ সেপ্টেম্বর) ৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ দল। এমন জয়ের পর এশিয়া কাপের টুর্নামেন্টে টিকে রয়েছে টাইগাররা। তবে সুপার ফোরে খেলতে শ্রীলঙ্কা-আফগান ম্যাচে তাকিয়ে থাকতে হচ্ছে লিটন দাসের দলকে। এ নিয়ে অবশ্য ভাবছেন না টাইগার স্পিনার নাসুম আহমেদ।
আজ বুধবার আবুধাবিতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাসুম বলেছেন, ‘যারা ভালো খেলবে ওরাই জিতবে। স্পেসিফিকভাবে কাউকে সাপোর্ট করা বা কারো জন্য দোয়া করা, এইটা প্রয়োজন আমি মনে করছি না। যেইটা লেখা আছে কপালে ওইটাই হবে। তো আমরা এইটা নিয়ে এত ভাবছি না। যা হবার তাই হবে।’
এদিকে নিজের পারফরম্যান্স নিয়ে নাসুম বলেন,‘আমি সবসময় রেডি থাকি খেলার জন্য। যখনই সুযোগ আসে, চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেয়ার। আলহামদুলিল্লাহ, অনেক সময় হয়, অনেক সময় হয় না। বাট এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি এইভাবে পারফর্ম করতে পারি।’
দলের পরিকল্পনার কারণেই আগের দুই ম্যাচে খেলা হয়নি নাসুমের। তবে দলে সুযোগ পাওয়া বা না পাওয়ার বিষয়ে কোনো ভাবনা নেই বাংলাদেশের এই বাঁহাতি স্পিনারের, ‘দেখেন, ফিরে এসে ম্যান অফ দ্য ম্যাচ, এটা না। আমি কিন্তু লাস্ট ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম। আর আমার টিমের যখন যাকে প্রয়োজন তাকে খেলাবে। এটা হতে পারে আমাদের টিম প্ল্যানিং বা টেকনিক, ট্যাকটিক্সও হতে পারে বিপক্ষ দল নিয়ে নিয়ে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here