উইকেটহীন সেশন, জয়ের জন্য ইংলিশদের দরকার ২৫৪ রান

0
18
উইকেটহীন সেশন, জয়ের জন্য ইংলিশদের দরকার ২৫৪ রান
উইকেটহীন সেশন, জয়ের জন্য ইংলিশদের দরকার ২৫৪ রান

জমে উঠেছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চলমান হেডিংলি টেস্ট। যেখানে শুভমান গিলের ভারত স্বাগতিকদের ৩৭১ রানের বড় লক্ষ্য দিয়েছে। তবে সেই লক্ষ্যকেও ধীরে ধীরে নাগালে নিয়ে আসছে ইংলিশরা। পঞ্চম দিনের প্রথম সেশন শেষ হওয়ার আগে বিনা উইকেটে তাদের সংগ্রহ ১১৭ রান। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার আর ২৫৪ রান, ভারতের চাই ১০ উইকেট, হাতে আছে পুরো দুই সেশন।

মঙ্গলবার সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে খেলতে নেমে এখন পর্যন্ত আনন্দের কোনো উপলক্ষ্য পাচ্ছে না সফরকারীরা। অন্যদিকে, গতকাল শেষ বিকেলে ২১/০ স্কোর নিয়ে ফেরা ইংলিশরা আজ ২৪ ওভারে ৪ গড়ে ৯৬ রান তুলেছে। বুমরাহ-সিরাজদের বেশ দেখেশুনেই খেলছেন দুই ওপেনার বেন ডাকেট (৬৪) ও জ্যাক ক্রাউলি (৪২)।

এর আগে ব্যাটিংয়ের দুই ইনিংসেই ইংলিশ বোলারদের ওপর প্রভাব বিস্তার করেছেন ঋষভ পান্ত। ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। এ ছাড়া সময়-সুযোগে কথার গুগলিতেও বিভ্রান্ত করেছেন প্রতিপক্ষ বোলারদের।

রবি শাস্ত্রীও নিজের উত্তরসূরীদের পারফরম্যান্সের পাশাপাশি তেমন গুণের প্রকাশ দেখতে চান। ম্যাচ জিততে হলে সেসবও যে ২২ গজে বড় ভূমিকা রাখে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here