ওয়ানডে ক্রিকেটের নতুন অধিনায়ক মিরাজ

0
105
ওয়ানডে ক্রিকেটের নতুন অধিনায়ক মিরাজ
ওয়ানডে ক্রিকেটের নতুন অধিনায়ক মিরাজ

সীমিত সংস্করণের অধিনায়কত্ব থেকে নাজমুল হোসেন শান্ত সরে যাওয়ার পর টি-টোয়েন্টিতে লিটন দাসকে নেতৃত্বের ভার দেওয়া হয়। তবে খালি ছিল ওয়ানডের অধিনায়কের পদ। এবার সেই পদ পূরণ করছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডের নতুন অধিনায়ক হচ্ছেন মিরাজ।

বিসিবি সূত্রে জানা যায়, তাকে এক বছরের জন্য নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে। তবে বাংলাদেশি অলরাউন্ডার পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার আগেই দলকে নেতৃত্ব দিয়েছেন। গত ডিসেম্বরেই যেমন চোটের কারণে শান্ত সফরে না গেলে তিনিই অধিনায়কের ভূমিকা পালন করেন।
শ্রীলঙ্কায় মিরাজের নেতৃত্বেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

শ্রীলঙ্কা সফরে ওয়ানডের বাইরেও তিনটি টি-টোয়েন্টি ও ‍দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। দ্বিপক্ষীয় সিরিজ খেলতেই আগামীকাল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ।

মিরাজ ওয়ানডের অধিনায়কত্ব পাওয়ায় তিন সংস্করণে তিন নেতৃত্বে খেলবে বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক লিটনের বিপরীতে টেস্টের নেতা শান্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here