বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায়, মৌসুমী ইন্ডাস্ট্র্রিজ লিমিটেডের (কিউট) পৃষ্ঠপোষকতায় এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কিউট কুষ্টিয়া জেলা পুরুষ হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে সংগ্রাম স্পোর্টিং ক্লাব। বুধবার কুষ্টিয়া সরকারিৎ কলেজ মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে সংগ্রাম স্পোর্টিং ২৪-২৩ গোলে সেভেন স্টার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
গত ১৫ ডিসেম্বর শুরু হওয়া আসরে সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে সংগ্রামের নিশাদের হাতে। ফাইনাল খেলা শেষে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, পিপিএম (বার) চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার মো. তানভীর হোসেন।
এর আগের দিনের শুরুতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে সংগ্রাম স্পোর্টিং ক্লাব ৩৩-২৮ গোলে দৌলতপুর স্পোর্টসকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। দ্বিতীয় সেমিফাইনালে ১৯-১৫ গোলে সেভেন স্টার স্পোর্টিং ক্লাবের কাছে হার মানে কুষ্টিয়া জেলা স্কুল হ্যান্ডবল দল।




