ফাইনালের টিকিট পাওয়ার ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন রাজশাহী ওয়ারিয়র্সের দুই কিউই তারকা- শেন উইলিয়ামসন (ডানে) ও জিমি নিশাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে রাজশাহীকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। দ্বিতীয় কোয়ালিফায়ারে ফাইনালে ওঠার লড়াইয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছে দলটি। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করেছে রাজশাহী। দলের হয়ে খেলেছেন কেন উইলিয়ামসন ও জিমি নিশাম। কিউই দুই তারকা ৬৮ রানের জুটি গড়েন।
উইলিয়ামসন ৪৫ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে নিশাম ৪৪ রানের ইনিংস খেলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৭ রান করেছে সিলেট। ব্যাট হাতে দারুণ শুরু করে রাজশাহীর দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। পঞ্চম ওভারে পাকিস্তানি পেসার সালমান ইরশাদের বলে আউট হয়েছেন ফারহান। সাজঘরে ফেরার আগে ২১ বল খরচায় ৪টি চার ও এক ছক্কায় ২৬ রানের ইনিংস খেলেন তিনি। এরপর ব্যাটিংয়ে নামেন কেইন উইলিয়ামসন। প্রথমবারের মতো বিপিএলে খেলতে এসেছন এই কিইউ তারকা। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এদিন সকালে ঢাকায় আসেন। রাজশাহী পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে তুলতে পারে ৬১ রান।




