গামিনীর বিকল্প নিয়ে যা বলছে বিসিবি

0
19
গামিনীর বিকল্প নিয়ে যা বলছে বিসিবি
গামিনীর বিকল্প নিয়ে যা বলছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের কিউরেটর গামিনী ডি সিলভার বিকল্প খুঁজছে। প্রায় এক যুগের বেশি সময় ধরে গামিনী বিসিবির সঙ্গে কাজ করছেন, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মিরপুরের উইকেট স্লো হওয়ার কারণে তিনি সমালোচিত হচ্ছিলেন।

যদিও সম্প্রতি তার সাথে চুক্তি নবায়নও করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গামিনীর বিকল্প খোঁজা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, ‘অবশ্যই সেটার (গামিনীর বিকল্প খোঁজা) কাজ চলছে।’

আসন্ন এশিয়া কাপের ভেন্যু আবুধাবির উইকেটের সঙ্গে মিল রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের জন্য বিসিবি এমন উইকেট চাইছে যেখানে রান করা সম্ভব। ফাহিম জানান, বাংলাদেশে সিলেটের উইকেটেই সবচেয়ে ভালো রান হওয়ার সম্ভাবনা আছে। তাই তারা সিলেটকে এই সিরিজের জন্য ভেন্যু হিসেবে বেছে নেওয়ার কথা ভাবছেন। তিনি বলেন, ‘আমরা চাইব অন্তত ১৭০-১৮০ রানের উইকেট হোক, সম্ভব হলে ২০০ রানের উইকেটও হোক।’ এর মাধ্যমে বাংলাদেশ দল এশিয়া কাপের জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে বলে তিনি মনে করেন।

ফাহিম জানিয়েছেন যদি ৩০০ রানের উইকেট বানাতে পারি তাহলে আমরা তাই চাইব। সেটা তো সম্ভব হবে না। ৩-৪ দিন আগে আমি সিলেট গিয়েছিলাম এবং উইকেট দেখেছি, ভালো ব্যাটিং উইকেট বানানো যায়। আগেও দেখেছি সেটা। আমাদের হাতে এখনো বেশ সময় আছে এবং আমরা মোটামুটি ভালো উইকেট না বানাতে পারার কোনো কারণ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here