জয় দিয়ে মৌসুম শুরু পিএসজির

0
8
জয় দিয়ে মৌসুম শুরু পিএসজির
জয় দিয়ে মৌসুম শুরু পিএসজির

চলতি মাসে শুরু হয়েছে ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুম। ১৫ আগস্ট শুরু হয়েছে এই লিগ ওয়ানের লড়াই। লিগে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির ম্যাচ ছিলো ন্যান্টেসের বিপক্ষে। সেই ম্যাচে ন্যান্টেসের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে লুইস এনরিকের দল।  লা পারিসিয়ানদের হয়ে একমাত্র গোলটি করেছেন ভিতিনহা।

রোববার (১৭ আগস্ট) ফ্রান্সে লা বোজোয়ার স্টেডিয়ামে ন্যান্টেসকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি।

এদিন পুরো ম্যাচেই বল দখলের পাশাপাশি আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। গোলের জন্য পিএসজি মোট ১৮টি শট নিয়েছে। অন্যদিকে ন্যান্টেস নিয়েছে মাত্র ৫টি শট। তবে এতো আক্রমণ করেও প্রতিপক্ষের গোলরক্ষকের কারণে গোলের দেখা পাচ্ছিল না পিএসজি।

ম্যাচে একের পর এক সেভ করে ন্যান্টেসকে বাঁচিয়ে দিচ্ছিলেন দলটির ফরাসি গোলরক্ষক লোপেজ। এতো সেভ করেও শেষ পর্যন্ত রক্ষা আর হয়নি। ম্যাচের ৬৭তম মিনিটে ভিতিনহার গোল ব্যবধান গড়ে দেয়। এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গত মৌসুমে ট্রেবল জয়ীরা।

আগামী সপ্তাহে লিগের দ্বিতীয় ম্যাচে অ্যাঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে পিএসজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here