জাকেরের সমস্যা কোথায় জানালেন সাবেক অধিনায়ক

0
10
জাকেরের সমস্যা কোথায় জানালেন সাবেক অধিনায়ক
জাকেরের সমস্যা কোথায় জানালেন সাবেক অধিনায়ক
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়ের ১০১ রানের জুটি ভাঙার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি টাইগার ব্যাটাররা। দৃষ্টিকটু শট খেলে ১৬ বলে ১০ রান করে ফিরে যান জাকের আলি অনিক। শেষ পর্যন্ত ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এর আগে টি-টোয়েন্টি সিরিজে দল সাফল্য পেলেও তেমন রান পাননি জাকের।
তারপরও জাকেরের ওপর থেকে আস্থা হারাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। সংবাদ সম্মেলনে সেদিন এমনটাই জানিয়েছিলেন ব্যাটার তাওহীদ হৃদয়। তবে হঠাৎ করে জাকেরের কি হলো প্রশ্ন জেগেছে সবার মনে। আজ (শুক্রবার) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন কিছুটা খোলাসা করলেন।
জাকেরকে নিয়ে বাশার বলেন, ‘জাকের আলী অবশ্যই আমাদের সাম্প্রতিক সময়ে দারুণ খেলছিলেন। কিন্তু এই সিরিজে তার ব্যাটিং টেকনিকে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, কোনো এক কারণে। কারণ সে যা-ই করছে, সব কিছুই লেগ সাইডে খেলতে যাচ্ছে। আগে সে লং অন দিয়ে মারত, এখন তার শটগুলো বেশিরভাগই ফাইন লেগ আর স্কয়ার লেগ দিয়ে যাচ্ছে। কিন্তু স্পিনের বিপক্ষে এটা বেশ ঝুঁকিপূর্ণ অপশন। তাই এই জায়গাটায় সে একটু মিস করছে বলে মনে হয়।’
সবশেষ দুই সিরিজের আগে জাকেরকে দেখা গেছে স্পিনারদের বিপক্ষে ভালো খেলতে। তবে বর্তমানে স্পিনারদের বিপক্ষেই উইকেট দিয়ে আসতে হচ্ছে তাকে। রশিদ খানের বল একেবারেই যেন খেলতে পারছেন না জাকের। যে কারণে এই সমস্যা কাটিয়ে ওঠার পরামর্শ দিয়েছেন বাশার।
তিনি বলেন, ‘আমার মনে হয়, জাকের আলী আগে যেমন ব্যাটিং করতেন, সে মূলত মিড অফ, লং অফ আর লং অনের দিকে শট খেলতেন। এতে স্পিনারদের বল পড়তে সুবিধা হতো। কিন্তু যখন একজন বোলার, যেমন রশিদ খান—ওর বোলিং তো অনেক দ্রুত আসে—সেই সময়টা ব্যাটসম্যানের পাওয়া যায় না। তাই সবসময় লেগ সাইডে খেলা একটা ঝুঁকিপূর্ণ, ডেঞ্জারাস অপশন হয়ে যায়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here