টটেনহ্যামকে হারিয়ে পিএসজির শিরোপা জয়

0
15
টটেনহ্যামকে হারিয়ে পিএসজির শিরোপা জয়
টটেনহ্যামকে হারিয়ে পিএসজির শিরোপা জয়

শেষ ১০ মিনিটের নাটকীয়তায় টটেনহ্যামকে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা জিতে নিয়েছে পিএসজি। টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে এ বছর নিজেদের পঞ্চম ট্রফি ঘরে তুলল তারা। বুধবার ইতালির ব্লুনার্জি স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রথমার্ধে টটেনহ্যামের হয়ে একমাত্র গোলটি করেন মিকি ফন ডি ভিন। ৩৯ মিনিটে তার শট প্রথমে পিএসজি গোলরক্ষকের হাতে লেগে পোস্টে ফিরে আসে এবং ফিরতি বলে তিনি গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই টটেনহ্যামের নতুন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো ফ্রি-কিক থেকে আসা একটি বলে হেড করে দলের ব্যবধান বাড়ান। পিএসজির গোলরক্ষক লুকাস শেভেলিয়ের বল স্পর্শ করলেও তা ঠেকাতে পারেননি।

পিএসজি এরপর গোল শোধ করার জন্য আক্রমণ চালিয়েও ব্যর্থ হয়। ম্যাচের ৮৫ মিনিটে দক্ষিণ কোরিয়ান তারকা লি কাং-ইন বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে পিএসজির পক্ষে প্রথম গোলটি করেন। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আশরাফ হাকিমির সহায়তায় গোল করেন গনকালো রামোস, যা ম্যাচকে টাইব্রেকারে নিয়ে যায়।

টাইব্রেকারে টটেনহ্যামের প্রথম শটটি মিস হয়, কিন্তু পিএসজি এরপর আর কোনো ভুল করেনি। টটেনহ্যাম দুটি শট মিস করে, যার একটি পোস্টের বাইরে দিয়ে যায় এবং অন্যটি পিএসজি গোলরক্ষক শেভেলিয়ের রুখে দেন। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে শিরোপা নিশ্চিত করে পিএসজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here