তাসকিন ঝড়ে নেদারল্যান্ডস থামল ১৩৬ রানে

0
17
তাসকিন ঝড়ে নেদারল্যান্ডস থামল ১৩৬ রানে
তাসকিন ঝড়ে নেদারল্যান্ডস থামল ১৩৬ রানে

নেদারল্যান্ডসকে ১৩৬ রানে আটকে দিয়ে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভালো শুরু করেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টসে জিতে বোলিং নেওয়া স্বাগতিকরা ডাচদের ওপর আধিপত্য দেখায়।

বাংলাদেশের বোলিং আক্রমণে তাসকিন আহমেদ ছিলেন হাইলাইট। ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে তিনি নেন ৪ উইকেট, যা তার আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেরা বোলিং। এর আগে ২০২২ সালে হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে (৪/২৫) এবং ২০২৩ সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে (৪/১৬) তিনি ৪ উইকেট নেন। মোস্তাফিজুর রহমান নেন ১৯ রানে ১ উইকেট, আর সাইফ হাসান তুলে নেন ২ উইকেট।

ডাচদের হয়ে তেজা নিদামানুরু ২৬ বলে ২৬ রান এবং ম্যাক্স ও’ডাউড ১৫ বলে ২৩ রান করেন। তবে তারা বড় জুটি গড়তে ব্যর্থ হন। ১৫তম ওভার থেকে শুরু হয় উইকেট পতনের ধারা, যা শেষ হয় ১৯ ওভারে ৭ উইকেটে ১২৪ রানে। শেষ দুই ওভারে মাত্র ১২ রান যোগ হয়।

বাংলাদেশের ফিল্ডারদের মধ্যে জাকের আলী একাই নেন তিনটি ক্যাচ, যা এক ম্যাচে বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ নেওয়ার রেকর্ডের সমান।

শেষ ওভারে ১২ রান দিয়েছেন শরীফুল ইসলাম। শেষ বলে রান আউটের ঘটনায় ৮ উইকেটে ১৩৬ রানেই থামে নেদারল্যান্ডস।

বাংলাদেশ ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নামবে দ্বিতীয় ইনিংসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here