ইনজুরি আর অফফর্মের কারণে দীর্ঘদিন ধরে সমালোচিত হওয়া নেইমার অবশেষে স্বরূপে ফিরলেন। প্রায় দুই বছর পর এক ম্যাচে জোড়া গোল করে তিনি শুধু নিজের পারফরম্যান্সের ধারই ফেরাননি, বরং তাঁর ক্লাব সান্তোসকেও এনে দিয়েছেন এক দুর্দান্ত জয়।
দীর্ঘদিন ধরে চোটের কারণে মাঠের বাইরে থাকার ফলে নেইমারের খেলায় অনেকটাই ছন্দপতন ঘটেছিল। এর ফলস্বরূপ, সমর্থকদের কাছ থেকে তাঁকে শুনতে হয়েছে দুয়ো, যা নিয়ে বেশ আলোচনাও হয়েছিল। তবে সব হতাশা আর সমালোচনাকে পেছনে ফেলে ব্রাজিলিয়ান সুপারস্টার যেন নতুন করে নিজেকে খুঁজে পেলেন। ২০২২ সালের পর এই প্রথম তিনি টানা পাঁচটি ম্যাচে খেলার সুযোগ পেলেন।
সোমবার রাতের (৪ আগস্ট) ব্রাজিলিয়ান সিরিআর-এর ম্যাচে জুভেন্টুদের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে সান্তোস। এই জয়ের মূল কারিগর ছিলেন নেইমার। ম্যাচের ৩৬ মিনিটে গোলরক্ষককে পরাস্ত করে তিনি সান্তোসকে ১-০ গোলে এগিয়ে দেন। প্রথমার্ধেই আলভারো ব্যারেলের গোলে ব্যবধান দাঁড়ায় ২-০।
তবে দ্বিতীয়য়ার্ধে জুভেন্টুড চাপ বাড়ালে খেলা কিছুটা কঠিন হয়ে পড়ে। কিন্তু ম্যাচের ৮০তম মিনিটে একটি পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করে নেইমার দলের জয় নিশ্চিত করেন। এই গোলটির মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর এক ম্যাচে জোড়া গোল করার স্বাদ পেলেন তিনি। সর্বশেষ ২০২২ সালে বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল জাতীয় দলের হয়ে তিনি দুটি গোল করেছিলেন।
এই অসাধারণ পারফরম্যান্সের পর নেইমারের ভক্তরা আশা করছেন, তাঁদের প্রিয় তারকা আবারও তাঁর পুরোনো ছন্দে ফিরবেন এবং ফুটবল মাঠের জাদুকর হিসেবে পরিচিতি ফিরে পাবেন।