ভারত-পাকিস্তান ম্যাচ কখন, দেখেবেন যেভাবে!

0
2
ভারত-পাকিস্তান ম্যাচ কখন, দেখেবেন যেভাবে!
ভারত-পাকিস্তান ম্যাচ কখন, দেখেবেন যেভাবে!
এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বি দুই দেশ ভারত ও পাকিস্তানের ক্রিকেট দল। এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ে ভারত-পাকিস্তান এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে।
কখন, কোথায় দেখা যাবে ম্যাচ?
আজ ১৪ সেপ্টেম্বর রোববার রাত সাড়ে ৮ টায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল ‘নাগরিক টিভি একং টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে। এছাড়াও সোনি লিভ অ্যাপে খেলা দেখা যাবে।
ম্যাচের টিকিট বিক্রি
ভারত বনাম পাকিস্তানের এই ম্যাচ প্রথম থেকেই বয়কটের দাবি উঠেছিল। তার ফলে ম্যাচের টিকিট বিক্রি অনেকটাই কম। তবে এর পাশাপাশি টিকিট বিক্রি কম হওয়ার কারণ হিসেবে উঠে আসছে আরও বেশ কিছু তত্ত্ব। কারও কারও দাবি, এই ম্যাচে সেভাবে কোনও তারকা ক্রিকেটার না থাকার কারণে টিকিট বিক্রির গতি স্লথ হয়ে গিয়েছে।
টিকিটের চড়়া দাম
ভারত বনাম পাকিস্তানের ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবেই উন্মাদনা থাকে দর্শকদের মধ্যে। কিন্তু এবারের ম্যাচ নিয়ে সেই প্রত্যাশিত উন্মাদনা নেই বললেই চলে। অনেকের মতে, ম্যাচের টিকিটের দাম কম হওয়ার জন্য এটা অন্যতম কারণ হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here