রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগে ক্রিকেটারদের সঙ্গে গরম করার সময় আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। অনুশীলন সেশন চলাকালীন তার অসুস্থতার ঘটনা ঘটে।
মাঠে সঙ্গে সঙ্গে তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মাহবুব আলী জাকিকে হার্ট অ্যাটাক হয়েছে।




