রাজশাহীতে কাল শুরু হচ্ছে আন্তঃকলেজ ফুটবলের তৃতীয় আসর

0
8

রাজশাহীতে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে চার দিনব্যাপী বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিভাগের ৮টি জেলার ১৬টি কলেজ দল। আগামীকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করবেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ। উদ্বোধনী ম্যাচে রাজশাহীর নওহাটা সরকারি কলেজের মুখোমুখি হবে পাবনা জেলার বেড়া সরকারি কলেজ। এই ম্যাচের মধ্য দিয়েই শুরু হবে চার দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল লড়াই। তৃতীয় আসরের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে- রাজশাহী জেলা থেকে নওহাটা সরকারি কলেজ ও সরদহ সরকারি কলেজ; পাবনা জেলা থেকে বেড়া সরকারি কলেজ ও আটঘড়িয়া সরকারি কলেজ; নাটোর জেলা থেকে বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ ও সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ; সিরাজগঞ্জ জেলা থেকে গজাইল অনার্স কলেজ ও বেলকুচি সরকারি কলেজ; বগুড়া জেলা থেকে সরকারি আজিজুল হক কলেজ ও বগুড়া সরকারি জেলা কলেজ; জয়পুরহাট জেলা থেকে সরকারি মুজিবুর রহমান আক্কেলপুরী কলেজ ও কড়ই নুরুল হুদা কামিল মাদ্রাসা; নওগাঁ জেলা থেকে সাপাহার সরকারি কলেজ ও মহাদেবপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।

আয়োজকরা জানিয়েছেন, চার দিনব্যাপী এই টুর্নামেন্টে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার  প্রথম রাউন্ডের ৮টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা। প্রথম রাউন্ডের ম্যাচগুলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ও শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে প্রতিটি জেলার প্রতিনিধিত্বকারী দলগুলো নকআউট ভিত্তিতে অংশ নেবে। বিজয়ী ৮টি দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে মোট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রথম রাউন্ডের জয়ী দলগুলো মুখোমুখি হবে। সেখান থেকে চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। সেমিফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে নির্ধারিত দিনে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম  মাঠে। সেমিফাইনাল শেষে বিজয়ী দুটি দল ফাইনালে মুখোমুখি হবে। টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ শেষে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার।

এ বিষয়ে বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন,“বিভাগীয় পর্যায়ে এ ধরনের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী ও উৎসাহী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফুটবল চর্চার বিস্তার এবং প্রকৃত প্রতিভা অন্বেষণের পাশাপাশি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টির লক্ষ্যেই এই আয়োজন।”
তিনি আরও বলেন, “তৃতীয়বারের মতো রাজশাহীতে এমন বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ইতোমধ্যে এই টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে। কলেজ পর্যায়ের ফুটবলে নতুন উদ্দীপনা ও সম্ভাবনার দ্বার খুলে দেবে—এমন প্রত্যাশা করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here