‘সব ব্যাটারকেই দায়িত্ব নিতে হবে’

0
16
‘সব ব্যাটারকেই দায়িত্ব নিতে হবে’
‘সব ব্যাটারকেই দায়িত্ব নিতে হবে’

সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসরে। যে এক ফরম্যাট খেলছেন, সেই টেস্টেও রান পাচ্ছেন না মুশফিকুর রহিম। পঞ্চপাণ্ডবের একমাত্র ক্রিকেটার তিনি, যিনি দেশের হয়ে খেলতে নামেন এখনও। তবে ব্যাটে রান না থাকায় তাকে নিয়ে সমালোচনা কম হচ্ছে না। এবার মুশফিকের পাশে দাঁড়ালেন আরেক উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। জাকের মনে করিয়ে দিয়েছেন, রান করার দায়িত্ব শুধু মুশফিকের নয়, প্রত্যেক ব্যাটারের। মুশফিক ফর্মে ফেরার জন্য অনেক পরিশ্রম করছেন বলেও জানান তিনি। জাকের বলেন, ‘উনি তো একা খেলছে না। উনাকেই রান করতে হবে এমন তো না, সবাইকেই করতে হবে। উনি রান পাচ্ছেন না, এটা যে কারও সাথেই হতে পারে। উনারই প্রতিদিন রান করতে হবে এমন তো কোনো কথা নেই। সবাইকেই রান করতে হবে। ব্যাটার যতজন আছে সবারই দায়িত্ব নিতে হবে। সবার রান করতে হবে।’ জাকেরের চাওয়া, রান আসুক বা না আসুক সবার মধ্যে যেন চেষ্টা থাকে, ‘রান না করলেও অন্তত ঐ ফাইটটা শো করতে হবে। যেমন গত ইনিংসে হাসান, ওর ব্যাটিং আমার কাছে খুবই ভালো লেগেছে। ও যে ফাইট করেছে। এরকম ইনটেন্ট থাকল। সবাই প্রতিদিন রান করবে না। অন্তত চেষ্টা করুক। চেষ্টা করলেই বড় রান করা সম্ভব। সবার স্টেপ আপ করা জরুরী। মুশফিক ভাই সবসময় কঠোর পরিশ্রম করেন, এখনও করছেন। উনি থেমে নেই আসলে। উনিও পথ খুঁজছেন, ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি কামব্যাক করবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here