সাকিবের নির্বাচন করা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস ক্রীড়া উপদেষ্টার

0
13
সাকিবের নির্বাচন করা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস ক্রীড়া উপদেষ্টার
সাকিবের নির্বাচন করা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস ক্রীড়া উপদেষ্টার
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এবার সাকিবের নির্বাচনে আসা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন ক্রীড়া উপদেষ্টা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাকিবের সঙ্গে দলে ফেরা নিয়ে যেসব কথা হয়েছিল তা প্রকাশ করেছেন আসিফ মাহমুদ।
তিনি লিখেছেন, ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামিলীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি।
এরপরই অসিফ লিখেছেন, ‘You know who.’ যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই উঠেনা। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইনানশিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, Face it.
মূলত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান। এরপর থেকেই সমালোচনায় ভাসছেন তিনি।
রোববার (২৮ সেপ্টেম্বর) ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাকিব হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন আপা।’ হাসিনার সঙ্গে নিজের একটি ছবি দিয়েছেন সাকিব।
সাকিবের পোস্টের কিছুক্ষণ পর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ একটি পোস্ট করেন ফেসবুকে যা সাড়া ফেলে সকলের মাঝে।  তিনি লিখেছেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন। আসিফের এই পোস্টের কমেন্ট সেকশনে মন্তব্যকারীরা সাকিবের প্রতি ক্ষোভ জানিয়েছে।
আসিফ মাহমুদের এই পোস্টের পর তার পাল্টা জবাবে আরেকটি পোস্ট করেছেন সাকিব। ফেসবুকে সাকিব লিখেছেন, যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার  জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না!
স্ট্যাটাসটা সাকিব শেষ করেছেন এই কথা লিখে, ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।
এবার সাকিবের পোস্টের জবাব দিতে মুখ খুললেন আসিফ মাহমুদ। গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে খেলতে দেশে আসতে চেয়েছিলেন সাকিব। সে সময় সরকারের পক্ষ থেকে গ্রিন সিগনাল পেয়ে দুবাই পর্যন্ত আসলেও দেশে ফেরা হয়নি তার। সেই সময়ের কিছু ঘটনার কথায় পোস্টে উল্লেখ করেছেন ক্রীড়া উপদেষ্টা। এখন দেখার বিষয় সাকিব কোনো পাল্টা জবাব দেয় কি না।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here