সাবেক আর্সেনাল ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের ৫ মামলা

0
4
সাবেক আর্সেনাল ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের ৫ মামলা
সাবেক আর্সেনাল ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের ৫ মামলা

সাবেক আর্সেনাল ফুটবলার ও ঘানার জাতীয় দলের মিডফিল্ডার থমাস পার্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তিন নারী। এর মধ্যে দুই নারী তার বিরুদ্ধে ৫টি ধর্ষণের মামলা ও  তৃতীয় এক নারী করেছেন যৌন নিপীড়নের অভিযোগ।

শুক্রবার মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, ৩২ বছর বয়সী এই ফুটবলারের বিরুদ্ধে ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে তিনজন নারীর করা অভিযোগের ভিত্তিতে এসব মামলা দায়ের করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রথম অভিযোগ পাওয়ার পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে তদন্ত শুরু হয়। দীর্ঘ তিন বছর তদন্ত শেষে পার্টের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

পার্টের আইনজীবী জেনি উইল্টশায়ার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমার মক্কেল তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি তদন্তের পুরো সময়জুড়ে পুলিশ ও প্রসিকিউশন কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন। এখন তিনি আদালতের মাধ্যমে নিজের নির্দোষিতা প্রমাণের সুযোগ পেয়ে স্বস্তি অনুভব করছেন। কারণ মামলাটি এখন বিচারাধীন, তাই তিনি আর কোনো মন্তব্য করবেন না।’

থমাস পার্টে আর্সেনাল ছেড়েছেন মাত্র চার দিন আগে। এরপরই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলো। আগামী ৫ আগস্ট লন্ডনের একটি কেন্দ্রীয় আদালতে হাজিরা দিতে হবে তাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here