সিঙ্গাপুরে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুই সাঁতারু

0
15
সিঙ্গাপুরে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুই সাঁতারু
সিঙ্গাপুরে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুই সাঁতারু

সিঙ্গাপুরে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গতকাল দেশ ছেড়েছেন দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও মোছা. অ্যানি আক্তার। এই প্রতিযোগিতায় তাদের কোচ হিসেবে যাচ্ছেন নৌবাহিনীর কোচ নিয়াজ আলী ও কংগ্রেস প্রতিনিধি ফেডারেশনের সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান শাহীন।

বিশ্ব আসরে সামিউল ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোক এবং অ্যানি ৫০ ও ১০০ মিটার ফ্রিস্টাইলে অংশগ্রহণ করবেন। রাফি বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা পুরুষ সাঁতারু। থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণে ছিলেন। আন্তর্জাতিক আমন্ত্রণমূলক টুর্নামেন্টে কয়েকটি পদকও এনেছেন। মে মাসে অনুষ্ঠিত জাতীয় বয়সভিত্তিক সাঁতারে ১২টি স্বর্ণ জিতে রেকর্ড গড়েছিলেন অ্যানি আক্তার। এতেই ফেডারেশন তাকে বিশ্ব সাতারের জন্য নির্বাচিত করেছে।

এই টুর্নামেন্টটি অংশ নিচ্ছেন দুই হাজারের বেশি অ্যাথলেট। সিঙ্গাপুর কখনো এই প্রতিযোগিতা পূর্বে আয়োজন করেনি। বাংলাদেশেরও বিশ্ব সাঁতারে কোনো পদক নেই। টাইমিংয়ে উন্নতিই মূল লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here