১১ নারীকে ধর্ষণের অভিযোগ ক্রিকেটারের বিরুদ্ধে

0
20
১১ নারীকে ধর্ষণের অভিযোগ ক্রিকেটারের বিরুদ্ধে
১১ নারীকে ধর্ষণের অভিযোগ ক্রিকেটারের বিরুদ্ধে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজটাউনে টেস্ট ম্যাচ চলাকালেই ক্যারিবীয় ক্রিকেটে উঠেছে বড় ঝড়। বাইশ গজের বাইরের এক ঘটনায় আলোচনার কেন্দ্রে ওয়েস্ট ইন্ডিজ দলের এক শীর্ষ তারকা।

স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে দাবি করা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের এক তারকা ক্রিকেটারের বিরুদ্ধে এক অপ্রাপ্তবয়স্কসহ অন্তত ১১ নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হয়নি।

ওই ক্রিকেটারের নাম প্রকাশ না করলেও, প্রতিবেদনে বলা হয়েছে তিনি বর্তমানে জাতীয় দলের নিয়মিত সদস্য এবং দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

এ বিষয়ে এখনও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) কোনো মন্তব্য করেনি। তাদের নিরব ভূমিকাও প্রশ্নের জন্ম দিচ্ছে সমালোচকদের মাঝে। তদন্ত শুরু হলে হয়তো সামনে আসবে আরও চাঞ্চল্যকর তথ্য।

ঘটনাটি প্রকাশ্যে এসেছে গায়ানার একটি সংবাদপত্রের মাধ্যমে। কেটিউর স্পোর্টস নামে ওই সংবাদপত্রে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, এক অপ্রাপ্তবয়স্কসহ ১১ জন নারী ওই তারকা ক্রিকেটারের লালসার শিকার হয়েছেন। কাউকে ধর্ষণ, কাউকে যৌন হেনস্তা-লাগাতার নির্যাতন চালিয়ে গিয়েছেন ওই তারকা ক্রিকেটার। শুধু তাই নয়, নিজের কুকীর্তি ধামাচাপা দিতেও অনেক চেষ্টা করেছেন ওই তারকা ক্রিকেটার।

কিন্তু কে এই ক্রিকেটার? প্রতিবেদনে তার নাম প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, ওই ক্রিকেটার গায়ানার ভূমিপুত্র। গত বছর অস্ট্রেলিয়া সফরে গিয়ে গাব্বায় দুর্দান্ত খেলে ওয়েস্ট ইন্ডিজ। সবাইকে চমকে দিয়ে গাব্বা টেস্ট জিতেও যায় তারা। সেই টেস্টের দলে ছিলেন অভিযুক্ত ক্রিকেটার। এমনকি অজি সফর থেকে গায়ানায় ফেরার পর অভিযুক্ত ক্রিকেটারকে স্বাগত জানানো হয়। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই দলেও রয়েছেন ওই ক্রিকেটার।

ধর্ষণের ঘটনাগুলো বছর দুয়েক আগে ঘটেছে। সেই সময় অভিযোগকারীদের মধ্যে একজন আইনজীবীর পরামর্শ নিয়েছিলেন। কিন্তু সরাসরি আইনি পথে অভিযোগ দায়ের হয়নি ক্রিকেটারের বিরুদ্ধে। নতুন করে বিষয়টি প্রকাশ্যে আসার পরে বিতর্ক শুরু হয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এই নিয়ে কিছু বলতে চায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here