৮ গোলের ম্যাচে টাইব্রেকারে রুদ্ধশ্বাস শিরোপা জয় ব্রাজিলের

0
16
৮ গোলের ম্যাচে টাইব্রেকারে রুদ্ধশ্বাস শিরোপা জয় ব্রাজিলের
৮ গোলের ম্যাচে টাইব্রেকারে রুদ্ধশ্বাস শিরোপা জয় ব্রাজিলের

নারী কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ব্রাজিল। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে উভয় দলের স্কোর ছিল ৪-৪। এরপর টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

এটি ছিল কোপা আমেরিকা ফেমেনিনার দশম আসর। এই দশ আসরের মধ্যে নয়টি শিরোপাই এখন ব্রাজিলের দখলে। বিশেষ করে, ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তা ভিয়েইরা দা সিলভার জন্য এই জয় ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। প্যারিস অলিম্পিকের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও, গত মে মাসে তিনি মাঠে ফিরে আসেন এবং কোপা আমেরিকায় দলের চতুর্থ শিরোপা জয়ে বড় অবদান রাখেন।

তবে ম্যাচে নাটকীয়তার কমতি ছিল না। প্রথমবারের মতো কোপার শিরোপার দোরগোড়ায় চলে গিয়েছিল কলম্বিয়া। ম্যাচের শেষ দিকে ৩-২ গোলে এগিয়ে ছিল তারা। কিন্তু ইনজুরি সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল করে ব্রাজিলকে ম্যাচে ফেরান মার্তা।

অতিরিক্ত সময়েও নায়কোচিত ভূমিকায় মার্তা, এবার দলকে এনে দেন লিড। তবে সেটি ধরে রাখতে পারেনি ব্রাজিল, কলম্বিয়ার লেসি সান্তোস গোল করে ম্যাচ নিয়ে যান টাইব্রেকারে।

গোল সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটেও উত্তেজনা অব্যাহত ছিল। মার্তা নিজে পেনাল্টি মিস করলেও বাকিরা তা পুষিয়ে দেন। প্রথম পাঁচ শটে দু’দলই করে তিনটি করে গোল। এরপর সাডেন ডেথে ব্রাজিল এগিয়ে গিয়ে নিশ্চিত করে শিরোপা।

ব্রাজিলের হয়ে অ্যাঞ্জেলিনা আলনসো, আমান্দা গুতেয়াস, মার্তা (২টি) এবং কলম্বিয়া হয়ে লিন্দা কাইসেদো, মায়রা রমিরেজ, তারসিয়ানের (আত্মঘাতি), লেসি সান্তোস গোল করেন।

এই জয়ের মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। পুরো আসর জুড়ে অপরাজিত থেকেই শিরোপা ঘরে তুলেছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here