ক্রোয়েশিয়ার ১৭ বছর বয়সী ক্রিকেটার জ্যাক ভুকুসিচ আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে আইসিসির রেকর্ডবুকে নিজের নাম তুলেছেন। গত ৭ আগস্ট, ২০২৫ তারিখে সাইপ্রাসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ক্রোয়েশিয়ার নেতৃত্ব দেওয়ার সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর ৩১১ দিন।
আইসিসি সহযোগী সদস্য দেশগুলোর ম্যাচগুলোকে টি-টোয়েন্টির মর্যাদা দেওয়ার পর থেকে বেশ কিছু নতুন রেকর্ড তৈরি হচ্ছে। ভুকুসিচের আগে এই রেকর্ডটি ছিল ফ্রান্সের নোমান আমজাদের দখলে, যিনি ২০২২ সালের জুলাইয়ে ১৮ বছর ২৪ দিন বয়সে তার দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে কম বয়সী চারজন অধিনায়কই সহযোগী সদস্য দেশের খেলোয়াড়।
তবে ভুকুসিচের অধিনায়ক হিসেবে অভিষেকটা সুখকর হয়নি। তার নেতৃত্বে ক্রোয়েশিয়া একই দিনে সাইপ্রাসের কাছে দুটি ম্যাচেই হেরে যায়।
ওয়ানডে: আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান ১৯ বছর ১৬৫ দিন বয়সে ওয়ানডেতে স্কটল্যান্ডের বিপক্ষে অধিনায়কত্ব করে সবচেয়ে কম বয়সী ওয়ানডে অধিনায়কের রেকর্ডটি নিজের করে নেন।
টেস্ট: রশিদ খান ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ২০ বছর ৩৫০ দিন বয়সে টেস্ট দলের অধিনায়কত্ব করে এই ফরম্যাটেও সর্বকনিষ্ঠ অধিনায়কত্বের রেকর্ড গড়েন।