‘আমাকে ৬ মাসের জন্য পররাষ্ট্রমন্ত্রী করুন, রিজার্ভ ১০০ বিলিয়ন ডলারে পৌঁছে যাবে’

0
152

পাকিস্তানের আলোচিত টিকটকার হারিম শাহ দেশটির পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে এক ক্যাপশনে হারিম শাহ এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি দাবি করেছেন- তাকে যদি দেশটির পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়, তাহলে দেশের অর্থনৈতিক উন্নতি হবে।

এ প্রসঙ্গে ওই ক্যাপশনে তিনি লিখেন, ‘আমাকে যদি মাত্র ৬ মাসের জন্য পাকিস্তানের অন্তবর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়, তাহলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করব।’

উল্লেখ্য, সরকারের মেয়াদ শেষ হওয়ায় এরই মধ্যে পাকিস্তানের সংসদ ভেঙে দেয়া হয়েছে এবং আগামী নির্বাচনের জন্য আনোয়ারুল হক কাকারকে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বানানো হয়েছে। আনোয়ারুল হক কাকারের আগামী ১৪ আগস্ট শপথ গ্রহণের কথা রয়েছে। এরপরই তিনি তিনি তার মন্ত্রিসভা গঠন করবেন।

সূত্র : জিও নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here