ইতিহাসের পাতায় নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এক টেস্টের উভয় ইনিংসেই শতকের রেকর্ড গড়লেন তিনি। ক্রিকেট বিশ্ব এই কীর্তির সাক্ষী অহরহ হলেও, বাংলাদেশ ক্রিকেটে মোটে দ্বিতীয়বার। মুমিনুল হকের পরেই এই কীর্তি তার।
উদযাপনটাও তাই ছিল দেখার মতো। এমন মুহূর্ত কি আর বারবার আসে, হাশমতউল্লাহর বলে লেগ সাইডে খেলে সিঙ্গেল নিয়েই হেলমেট খুলেছেন, খানিকটা দৌড়ে এরপর উড়েছেন, দিয়েছেন লাফ। এরপর সেই ট্রেডমার্ক, উড়ন্ত চুমু।
আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১৪৬ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও শতকের দেখা পেয়েছেন শান্ত। ওয়ানডে মেজাজে মাত্র ১১৫ বলে এবার তিন অঙ্কের ঘর স্পর্শ করেছেন তিনি।
অবাক করা বিষয় হলো, শান্ত যখন এই কীর্তি গড়লেন, তখন অপরপ্রান্তেই ছিলেন মুমিনুল হক। যিনি শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৮ সালে গড়েছিলেন একই কীর্তি। প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ১০৫ রানের ইনিংস।
যাহোক, শান্তর শতকে দ্বিতীয় ইনিংসেও ভালো অবস্থানে বাংলাদেশ। ৪২ ওভার শেষে ২ উইকেটে ২২৪ রান এসেছে স্কোরবোর্ডে। বাংলাদেশের লিড ৪৬০ রানের।