ইচ্ছে কথা
এবি ছিদ্দিক
ভাবি যেমন হয় না তেমন ইচ্ছে নদীর ধারা
হয়তো বেশি নয়তো কম, অন্য রকম সাড়া
রাত নিশীথে জীবন খাতা খুলে যখন পড়ি
কল্পনা আর বাস্তবতায় অসীম ফারাক দেখি
বোকা-সোকা এই আমিকেও নকল পাড়ায় পাই
ইচ্ছে দিনের কথা ভেবে একলা হেসে যাই
বলছি মুখে যেমন কথা নয়তো জীবন তেমন
কাব্য লেখাও হলো না আর মন চেয়েছে যেমন
ইচ্ছে নদীর এইতো ধারা ভাবলে আয়ু ক্ষয়
তবু ইচ্ছে সেলাই করে…ভাবি সুখের জয়।