কবি ও প্রকৃতি
ফজিলা খাতুন
মাঠ আর গাছের মাঝে
কবি ঘুরে বেড়ায় সপ্ন দেখে।
হওয়ায় অনুপ্রেরণা খোঁজে
আর মৃদু বয়ে চলা স্রোতে।
সবুজ পাতা ,মৌমাছির গুঞ্জনে
পাহাড় ,নদী ঝর্নার বুকে,
কান্না ,হাসি , আশা ,ভয়
কবির আত্মিক শান্তি খুঁজে।
অনুভূতি সদা সতেজ থাকে
প্রকৃতির মাঝে,মানুষের গল্পে।
সদাসর্বদা আকুল হৃদয়
মন মাতানো প্রকৃতির খেলায়।
সবুজের সমারোহে সপ্ন বুনেন
হওয়ার মাঝে আনন্দের সন্ধানে।
প্রকৃতির শোভা ভাবনায় আঁকে
কবির কবিতা প্রকৃতির তরে।