কবিতা/ গরীব মরছে ধুকে

0
133

গরীব মরছে ধুকে

রাজীব হাসান

নিম্ন আয়ের মানুষ গুলো

মরছে ধুকে ধুকে

চড়া দামের জিনিস কেনে

পাথর চেপে বুকে।

ব্যবসায়ীরা খাচ্ছে চুষে

দিনমজুরের রক্ত

গরীব মরে ক্ষুধার জ্বালায়

পেটটা করে শক্ত।

সারাটা দিন খেটে পায় না

ন্যায্য আয়ের মূল্য

গরীব বলে কি মানুষ নয়

পশুর সমতূল্য।

ক্ষুধা পেটে সারাটা দিন

ঘুরছে দ্বারে দ্বারে 

গরীব বলে বাবু সাহেব

তাড়িয়ে দেয় তারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here