কবিতা/জাতির পিতা

0
134

জাতির পিতা

সমৃদ্ধি সততা দৃষ্টি

তুমি আমাদের মহান নেতা 

সবার প্রিয় জাতির পিতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

সবার কাছে শ্রেষ্ঠ তুমি 

আর অতি আপন জন!

প্রিয় মনের মণিকোঠায় 

তোমার অসামান্য আসন। 

আজও আকাশে-বাতাসে

তোমার আহ্বানের সেই-

বজ্রকন্ঠ ভাসে। 

জাতির সকল দুর্দিনে

তুমি যে ছিলে সবার পাশে। 

তুমিতো করেছো 

এ দেশকে স্বাধীন-

না হলে আজও আমরা 

থাকতাম পরাধীন!

তুমি-তো সকলের প্রিয়

করেছো দেশ ও জাতির কল্যাণ।

এমন সোনার দেশ পেয়েছি

সেতো তোমারই অবদান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here