top-ad
২৬শে জুলাই, ২০২৪, ১২ই শ্রাবণ, ১৪৩১
banner
২৬শে জুলাই, ২০২৪
১২ই শ্রাবণ, ১৪৩১

কবিতা / ফজলুল কাদির পান্না

শুধু আমি জানলাম না
ফজলুল কাদির পান্না

সবাই জানলো,
শুধু আমি জানলাম না।
এতো আয়োজন, এতো বোঝাপড়া
রাজপথ থেকে সরুগলি, বয়ে যায় বহুদূর।
ছিন্তাই হলো প্রিয় ইতিহাস
ছিন্তাই হলো দিবালোকে-
স্বাধীন, দুরন্ত, জীবন্ত রেসকোর্স।

অশ্বরাজ, ক্ষুরধারা ধুলায় ধূসরিত
আহা কি মায়াময় প্রান্তর!
দখলে নিয়েছে ওরা বনস্পতি সুকৌশলে।

একদিন পড়ন্ত বিকেলে ঠিক এখানে
সম্মোহনের বিলাপ ছিলো বজ্রকন্ঠে,
লক্ষ প্রাণের ফেটে পড়া গর্জন সেøাগানে
গগণে গগণে আঁকে আল্পনা।
সিমুল, পলাশ বসন্ত দিনের প্রহরবন্দী
আমার দেখা, সবার দেখা নান্দনিক,
নিয়ন্ত্রণহীন চলমান বিদ্রোহের বিশাল ঝড়।

মহাকালের রক্তাক্ত বাহু ছিড়ে লেখা হলো,
স্বৈরাচারী শব্দের অত্যাচারে বিবর্ণ কিছু পঙক্তিমালা।
ঝলকে ঝলকে পলকে পলকে বদলায় রঙ
বদলে যায় বিশ্বাস অবলিলায়
মিথ্যের বেসাতী খুলে বসে ভন্ড কবির দল,
সবাই জানলো, শুধু আমি –
শুধু আমি জানলাম না।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর