কবিতা/ বিজয় এলো শেষে

0
123

বিজয় এলো শেষে 

আতিকুর রহমান 

পাক বাহিনীর অত্যাচারে 

আকাশ যখন ভারি

বঙ্গবন্ধুর ভাষণ শুনে 

জাগলো পুরুষ নারী।

ধরল হাতে অস্ত্র সবাই 

দেশকে স্বাধীন করতে

নির্দ্বিদা তেই নেমেছিল 

মায়ের জন্য মরতে।

স্বাধীনতার স্বপ্ন চোখে 

সাহস ছিলো বুকে

যুদ্ধ দারুন চালিয়ে যায় 

কে বা তাদের রুখে!

হার মেনেছে পাক বাহিনী 

যুদ্ধে অবশেষে

লক্ষ্য ভাইয়ের প্রাণের দামে 

বিজয় এলো শেষে।

________________________

আতিকুর রহমান 

বি-পাড়া, কুমিল্লা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here