বিজয় এলো শেষে
আতিকুর রহমান
পাক বাহিনীর অত্যাচারে
আকাশ যখন ভারি
বঙ্গবন্ধুর ভাষণ শুনে
জাগলো পুরুষ নারী।
ধরল হাতে অস্ত্র সবাই
দেশকে স্বাধীন করতে
নির্দ্বিদা তেই নেমেছিল
মায়ের জন্য মরতে।
স্বাধীনতার স্বপ্ন চোখে
সাহস ছিলো বুকে
যুদ্ধ দারুন চালিয়ে যায়
কে বা তাদের রুখে!
হার মেনেছে পাক বাহিনী
যুদ্ধে অবশেষে
লক্ষ্য ভাইয়ের প্রাণের দামে
বিজয় এলো শেষে।
________________________
আতিকুর রহমান
বি-পাড়া, কুমিল্লা ।