top-ad
২৬শে জুলাই, ২০২৪, ১২ই শ্রাবণ, ১৪৩১
banner
২৬শে জুলাই, ২০২৪
১২ই শ্রাবণ, ১৪৩১

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের ২৪তম চড়ুইভাতি সম্পন্ন

উজান ভাটির সম্প্রীতি বাংলা আমার সংস্কৃতি স্লোগান কে ধারণ করে নিজ কমিউনিটিসহ এলাকার উন্নয়নে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে গত রবিবার ২৩শে জুলাই লংআইলেন্ডের সবুজে ঘেরা আটলান্টিকের সন্নিকটে হেকসার স্টেট পার্কে বার্ষিক চড়ুইভাতি অনুষ্টিত হয় । নিউ ইয়র্ক সহ ট্রাই স্টেটে বসবারত কিশোরগঞ্জ জেলার প্রবাসী ও অভিবাসী বাংলাদেশি সহ অন্য জেলার বাসিন্দারাও অংশ নেন। জাঁকজমকভাবে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তর সামাজিক সংগঠন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের বার্ষিক ২৪তম চড়ুইভাতি ২০২৩।

বার্ষিক চড়ুইভাতিতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বেনে’র বিশ্ব সমন্বয়কারী ড.খালেকুজজ্জামান মতিন, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক প্রতিদিন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বিশিষ্ট উপস্থাপিকা সামসুন্নাহার নিম্মি।

সংগঠনের ট্রাস্টিবোর্ডের সদস্য আব্দুল আওয়াল সিদ্দিকী, হেলাল উদ্দিন আহমেদ, হাবিব রহমান হারুন, ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, জাইদুল কবির খাঁন সারোয়ার, পৃষ্ঠপোষক ডা.সায়েরা হক উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. মোক্তার হোসেন, তারক পন্ডিত, মো.শহিদুল হাসান, আনোয়ার উদ্দিন খাঁন, কার্যকরী কমিটির সভাপতি মো.আব্দুর রাজ্জাক, সহ সভাপতি হাবিবুর রহমান কামাল, আলী আহসান আকন্দ শামীম, হাবিবুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক তানভীর রায়হান মিঠু, সাংগঠনিক সম্পাদক ফয়সাল কবীর সহ সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক, প্রচার সম্পাদক আজহারুল ইসলাম রায়হান, মহিলা বিষয়ক সম্পাদিকা খালেদা আক্তার কিরণ, কার্যকরী সদস্য মো.আব্দুল খালেক, মো.মনিরুজ্জামান, রাফিউল করিম খাঁন সাজ্জাদ, জাবির হোসেন তাকবীর, মো. এমদাদুল হক, মো.সায়েদুল্লাহ, দুলাল বিল্লাহ, চড়ুইভাতির আহবায়ক মুহিবুর রশিদ সুজন ও সদস্য সচিব ফয়সাল খাঁন অনুষ্ঠান  উদ্বোধন করেন ।

চড়ুইভাতির সুস্বাদু খাবার পরিবেশনে ছিলেন তারক পন্ডিত, ইমরুল হাসান ফেরদৌস, মো.আব্দুল আলীম, লুনা বেগম নিরু। ক্রীড়া পরিচালনায় ছিলেন শহিদুল হাসান, মো.এনামুল হক, জাহাঙ্গীর জামিল দিপু, গোলাম হায়দার শামীম, মো. আছির উদ্দিন, মো. বদরুল ইসলাম, শামীম হোসাইন, রাজন দাস, উষা দেবী।

চড়ুইভাতি অনুষ্ঠান  উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রাফল ড্র অনুষ্টিত হয়। র‌্যাফেল ড্রতে তিন সেট স্বর্ণালংকার সহ দশটি আকর্ষণীয় পুরুস্কার ছিল। ক্রীডা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে চড়ুইভাতি অনুষ্ঠান শেষ হয় ।

অনুষ্ঠানের সভাপতি মো. আব্দুর রাজ্জাক আমন্ত্রিত সকল অতিথি ও কিশোরগঞ্জ জেলা বাসীকে আন্তরিক ধন্যবাদ ও সুস্বাস্থ্য কামনা করে সমাপ্ত ঘোষণা করেন ।
খবর প্রেস বিজ্ঞপ্তি।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর