কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে : গয়েশ্বর

0
85

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আজ শনিবার সংঘর্ষের সময় তাকে কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পেটানো হয়েছে। ডিবি কার্যালয় থেকে নয়া পল্টনে নিজ কার্যালয়ে ফিরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ধোলাই খালে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের পর পুলিশ তাকে নিয়ে যায়। পরে গোয়েন্দা পুলিশ তাকে ছেড়ে দিয়ে তার অফিসে পৌঁছে দিয়েছে।

শনিবার (২৯জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে তাকে তার নয়াপল্টনের অফিসে পৌঁছে দেয়া হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংঘর্ষের সময় আমার মাথা ফেটে রক্তাক্ত হয়ে পড়েছি। পরে কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে। সেখান থেকে পুলিশ ধরে নিয়ে রাজারবাগের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়েও নেয়া হয়েছিল। সেখান থেকে অফিসে দিয়ে গেল।

শারীরিক অবস্থা এখন কেমন জানতে চাইলে তিনি বলেন, ইনজুরি হওয়ার পর সুস্থ হতে সময় লাগবে। এখন স্যালাইন দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here