top-ad
২৭শে জুলাই, ২০২৪, ১২ই শ্রাবণ, ১৪৩১
banner
২৭শে জুলাই, ২০২৪
১২ই শ্রাবণ, ১৪৩১

ছোট কারাগার থেকে বড় কারাগারে প্রবেশ করেছি : রিজভী

ছোট কারাগার থেকে বৃহত্তর কারাগারে প্রবেশ করেছি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, সারাদেশই এখন কারাগারে পরিণত হয়েছে।

মঙ্গলবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘মানুষের কোথায়ও অধিকার নেই। ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই। গণতন্ত্রের মুক্তি মিললেই মানুষ সকল অধিকার ফিরে পাবে।’

তিনি বলেন, ‘ছোট কারাগার থেকে বৃহত্তর কারাগারে প্রবেশ করেছি। আমাকে মানুষ এতটা ভালোবাসে তা মুখে বলে প্রকাশ করা যাবে না।

দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির এই সিনিয়র নেতা।

গত বছরের ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে সাড়ে ৪ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। একই সময় রুহুল কবির রিজভীকেও গ্রেফতার করা হয়। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এরপর তার বিরুদ্ধে করা ৫০ মামলার সবকটিতেই জামিন পান তিনি। সর্বশেষে গত ১৮ এপ্রিল গোপালগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মানহানি মামলায় তার জামিন মঞ্জুর করেন। এরপর রিজভীর মুক্তিতে আর কোনো বাধা ছিল না।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর