top-ad
২৭শে জুলাই, ২০২৪, ১২ই শ্রাবণ, ১৪৩১
banner
২৭শে জুলাই, ২০২৪
১২ই শ্রাবণ, ১৪৩১

জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনু‌ষ্ঠিত

ঢাকা দক্ষিণ সিটিকরপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাঁহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটিকর্পোরেশন (ডিএসসিসি) জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতের আয়োজন করে।
জাতীয় ঈদগাহে প্রধান জামাতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, ঢাকা উত্তর সিটিকরপোরেশনের মেয়র মো.আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটিকরপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস নামাজ আদায় করেন।
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক ড. মাওলানা মুশতাক আহমেদ। বিকল্প ইমাম হিসেবে ছিলেন মিরপুর জামেয়া আরাবিয়া মসজিদের মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান।এই ঈদ জামাতে মোকাব্বির হিসেবে ছিলেন বাংলাদেশ বেতারের ক্বারী মো. এমদাদুল ইসলাম এবং বিকল্প হিসেবে ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।

ঈদের নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও মুসল্লিদের কম উপস্থিত লক্ষ্য করা গেছে।

এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

সূত্র : বাসস

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর