top-ad
১৯শে জুলাই, ২০২৪, ৫ই শ্রাবণ, ১৪৩১
banner
১৯শে জুলাই, ২০২৪
৫ই শ্রাবণ, ১৪৩১

দুই জেলায় বিএনপি’র সমাবেশে হামলা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ডাকা নাটোর ও পটুয়াখালী জেলায় দলটির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। কুপিয়ে জখম করা হয়েছে নাটোর জেলা বিএনপির আহŸায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে। তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া সমাবেশের প্রধান অতিথি রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ সাতজন আহত হয়েছেন। ওদিকে পটুয়াখালীতেও বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে আসার পথে দলটির নেতা-কর্মীদের ওপর হামলায় ৫ জন আহত হয়েছেন। বিএনপির অভিযোগ- ক্ষমতাসীন দলের নেতারা এই হামলা চালিয়েছে। তবে আওয়ামী লীগ বলেছে- বিএনপি নেতারা নিজেরাই এক গ্রæপ আরেক গ্রæপের ওপর হামলা করেছে।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরে বিএনপির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। কুপিয়ে জখম করা হয়েছে নাটোর জেলা বিএনপির আহŸায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে। এসময় সমাবেশের প্রধান অতিথি রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ সাতজন আহত হয়েছেন। বুধবার সকাল ৯টায় জেলা সদরের আলাইপুর এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির দাবি, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী ব্যক্তিরা হামলা চালিয়েছেন। জেলা বিএনপি’র সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, নাটোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে আগত নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের সংসদ সদস্যের পালিত সন্ত্রাসীরা। এ সময় শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি মোসাদ্দেক হোসেন বুলবুলকেও আহত করেছে সন্ত্রাসীরা।
এ সময় পুলিশ নির্লিপ্ত থাকারও অভিযোগ করেন জেলা বিএনপি’র জ্যেষ্ঠ এই নেতা। সমাবেশের প্রধান অতিথি বিএনপি’র নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে আহত করা হয়েছে বলেও দাবি করেন জেলা বিএনপি’র সদস্য সচিব রহিম নেওয়াজ।
অন্য আহতরা হলেন, জেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক রফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক চপল, পৌর বিএনপি’র ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিপলু। এ বিষয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, বিএনপির পূর্বনির্ধারিত একটি কর্মসূচি ছিল। কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বিএনপি নেতা শহীদুল ইসলাম বাচ্চুসহ ৩ জনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। কারা হামলা চালিয়েছে তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। তবে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলের আহতের বিষয়টি জানা নেই বলে জানান তিনি। এদিকে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে দলটি
ওদিকে পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে আসার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকালে পটুয়াখালী পৌর শহরের স্বনির্ভর সড়কে এ ঘটনা ঘটে। এ হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। জেলা বিএনপির নেতারা অভিযোগ, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, তাঁর নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর দবিতে জেলা বিএনপি আজ সকালে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। পটুয়াখালীতে জেলা বিএনপির সমাবেশে যাওয়ার পথে নেতা–কর্মীদের ওপর হামলা চালানো হয়। বুধবার সকালে স্বনির্ভর সড়কে পটুয়াখালীতে জেলা বিএনপির সমাবেশে যাওয়ার পথে নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।
বুধবার সকালে স্বনির্ভর সড়কে সমাবেশ সফল করতে সকাল থেকে জেলা বিএনপির নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থল শহরের স্বনির্ভর সড়কের এলাকায় যোগ দিতে যাওয়ার সময় সকাল সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত হামলা চালায়। ওই হামলায় জেলার রাঙ্গাবালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. শাকিলসহ অন্তত পাঁচজনকে আহত হয়েছেন। আহত শাকিলকে বরিশাল পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পটুয়াখালী জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্যসচিব স্নেহাংশু সরকার এ হামলার জন্য জেলা আওয়ামী সহযেগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করেছেন।
এদিকে খবরে পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর শুরু হয় জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ।
জেলা বিএনপির আহŸায়ক আবদুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার প্রমুখ।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর