top-ad
২৮শে মার্চ, ২০২৩, ১৪ই চৈত্র, ১৪২৯
২৮শে মার্চ, ২০২৩
১৪ই চৈত্র, ১৪২৯

নিঁখোজের ২ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

নিঁখোজের দু’দিন পর গাজীপুর মহানগরের বাসন থানার ইসলামপুর বিল থেকে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে পুলিশ।

বুধবার (১৫ মার্চ) বিকেলে লাশটি উদ্ধার করা হয়।

শিশু সাখাওয়াত (৬) রংপুরের মিঠাপুকুর থানার বড় হযরতপুর গ্রামের মো: জাফর আলীর ছেলে। পরিবারসহ তারা মহানগরের ভোগড়া (পেয়ারা বাগান) এলাকায় ভাড়া বাসায় থাকত।

বাসন থানার এসআই মো: নাজমুল হোসেন জানান, সোমবার সন্ধ্যায় ভাড়া বাসার গেটের বাইরে দোকানে সামনে খেলার কথা বলে বের হয় শিশুটি। এরপর থেকে সাখাওয়াতের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বুধবার বিকেলে পাশের ইসলামপুর বিলে জমি ভরাটের জন্য ট্রাক দিয়ে মাটি ফেলার কাজ চলছিল। এ সময় স্থানীয় লোকজন একটি লাশের দু’টি পা বের হওয়া অবস্থায় দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে।

সংবাদ পেয়ে পুলিশ মাটির নিচে চাপা দেয়া লাশটি উদ্ধার করে। লাশের বাম চোখ উপড়ে ফেলা হয়েছে, বাম হাতের কনুই ও আঙ্গুল কাটা এবং লুঙ্গি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।

পরে লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর