সুফিয়ান আহমদ চৌধুরী
পাখি ডাকে সুরে সুরে
গান গায় পাখি
ঘুম ভাঙ্গে পাখি ডাকে
খুলে খুকু আঁখি।
পাখিদের ডাকডাকি
খুকু ওঠে সুখে
মন খুলে হাসে রাঙা
হাসি মিষ্টি মুখে।
ওড়ে পাখি নীলাকাশে
দূর থেকে দূরে
মিলে কী যে থাকে পাখি
সুখে কতো ঘুরে।
পাখিদের ছড়াছড়ি
সবুজের গাঁয়
পাখি মেলা দেখে মন
রঙে জুড়ে যায়।
পরিবেশ ভালো আহা
দূর হয় কালো
পাখিদের মেলা ওই
চারদিকে আলো।