৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা ১০ অক্টোবর

0
5
৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা ১০ অক্টোবর
৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা ১০ অক্টোবর

৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ টাইপ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবগুলো কেন্দ্র থাকবে ঢাকায়। পরীক্ষার হলভিত্তিক আসন ব্যবস্থা, সময়সূচি ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিশেষ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সরকারি কলেজে শূন্য পদ রয়েছে ৬৫৩টি এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি। আবেদন গ্রহণ চলে ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত।

পরীক্ষাটি হবে সর্বমোট ৩০০ নম্বরের। এর মধ্যে এমসিকিউতে ২০০ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর। এমসিকিউ অংশে ১০০ নম্বর প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে, আর বাকি ১০০ নম্বর সাধারণ বিষয়ে বণ্টিত। সাধারণ বিষয়ের মধ্যে— বাংলা ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, গাণিতিক যুক্তি ১০ এবং মানসিক দক্ষতা ১০ নম্বর রাখা হয়েছে। পরীক্ষার সময়সীমা দুই ঘণ্টা।

এর আগে সরকারি কলেজগুলোর শূন্য পদ পূরণে ১৪তম, ১৬তম ও ২৬তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here