নতুন মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য আসছে স্বস্তির খবর। ফেব্রুয়ারিতে দুই দফায় টানা ছুটি পাওয়ার সুযোগ থাকছে, যা কর্মব্যস্ততার মাঝেই এনে দেবে বাড়তি বিশ্রাম ও পরিবারকে সময় দেওয়ার সুযোগ।
মাসের প্রথম দফার ছুটি আসছে পবিত্র শবেবরাতকে কেন্দ্র করে। ৪ ফেব্রুয়ারি বুধবার চাঁদ দেখা গেলে সেদিনই শবেবরাত পালিত হবে। সে ক্ষেত্রে পরদিন ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরকার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করতে পারে। এর সঙ্গে যুক্ত হবে নিয়মিত সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার, অর্থাৎ ৬ ও ৭ ফেব্রুয়ারি। সব মিলিয়ে এই দফায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা তিন দিনের ছুটি উপভোগ করবেন।
এরপর খুব বেশি সময়ের বিরতি ছাড়াই আসছে দ্বিতীয় দফার ছুটি। জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত রয়েছে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। নির্বাচন উপলক্ষে ওই দিন সাধারণ ছুটি থাকবে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি আবারও সাপ্তাহিক ছুটি থাকায় এই পর্বেও সরকারি চাকরিজীবীরা টানা তিন দিনের বিশ্রাম পাবেন।
সব মিলিয়ে ফেব্রুয়ারি মাসে সরকারি কর্মচারীরা দুই দফায় তিন দিন করে মোট ছয় দিনের ছুটির সুযোগ পাচ্ছেন। শীতের শেষভাগে এমন ছুটির সূচি অনেকের কাছেই ভ্রমণ, পারিবারিক সময় কিংবা ব্যক্তিগত কাজে মনোযোগ দেওয়ার সুযোগ হিসেবে দেখা হচ্ছে।




