হিলি স্থলবন্দরে কমপ্লিট শাটডাউন

0
10
হিলি স্থলবন্দরে কমপ্লিট শাটডাউন
হিলি স্থলবন্দরে কমপ্লিট শাটডাউন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমপ্লিট শাটডাউন চলছে। রোববার (২৯ জুন) সকাল থেকে বন্দর দিয়ে কোনো ধরনের পণ্য আমদানি-রপ্তানি হয়নি।

সরেজমিনে দেখা গেছে, দ্বিতীয় দিনের মত রোববার সকাল থেকে হিলি স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা-কর্মচারীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করন। কার্যালয় খোলা থাকলেও কর্মকর্তা কর্মচারীরা কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন। এতে আমদানি পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট থেকে শুরু পরীক্ষণ শুল্কায়ন আউটপাশ কার্যক্রম বন্ধ রয়েছে।

এক শ্রমিক জানান, দুদিন হলো স্যারদের আন্দোলন চলছে। এখনো সমাধান হয়নি। ফলে গতকাল থেকে আমরা কোনো কাজ পাচ্ছি না।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক প্রবেশ করলেও ক্লিয়ারিং না পাওয়ায় ট্রাকগুলো আটকা পড়ে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here