ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করলে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র

0
13
ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করলে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র
ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করলে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র

ইরান যদি আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করে তাহলে আবারও দেশটিতে হামলা চালাবে বলে হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্মেলনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানকে এই হুঁশিয়ারি দেন তিনি।

ইরান আবার পারমাণবিক কর্মসূচি শুরু করলে যুক্তরাষ্ট্র ফের হামলা করবে কিনা- সাংবাদিকের এই প্রশ্নে ট্রাম্প বলেন, ‘অবশ্যই। আমি মনে করি না তারা আবার কখনও এটি (পামাণবিক কর্মসূচি) করবে।’ খবর- বার্তা সংস্থা রয়টার্স

ট্রাম্প বলেন, ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করবে। তারা ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে। তারা পরমাণু বোমা পাবে না। তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না।

ইরানের পরমাণুকেন্দ্রে মার্কিন হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় পরমাণু বোমা হামলার সঙ্গে তুলনা করে তিনি বলেন, সেই হামলার ফলে যুদ্ধ থেমেছিল। আমি হিরোশিমা-নাগাসাকির উদাহরণ দিতে চাই না। তবে ঘটনা একই। এর মাধ্যমেই যুদ্ধ থেমেছিল।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমরা এটা না করলে তারা প্রচুর অস্ত্র তৈরি চালিয়ে যেত। তারা স্থির হত না।

ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার পর সেগুলোতে পুনরায় কাজ শুরু করা কঠিন।

এদিকে যুক্তরাষ্টের এক গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়, ইরানে পরমাণু স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। এ হামলায় মাত্র কয়েক মাসের জন্য ইরানের পরমাণু কর্মসূচি বিলম্বিত হবে। এই প্রতিবেদন প্রকাশের পরই ইরানকে ট্রাম্পের এমন বার্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here