আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বা তিনি ‘মৃত্যুশয্যায়’ রয়েছেন বলে দাবি করেছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। সোমবার (৫ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বা তিনি ‘মৃত্যুশয্যায়’ রয়েছেন বলে দাবি করেছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। সোমবার (৫ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অবস্থান নিয়ে জনমনে নানা কৌতূহল রয়েছে। ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরেই হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং বিদেশে চিকিৎসাধীন ছিলেন বলে গুঞ্জন ছিল। তবে তাঁর বর্তমান সঠিক অবস্থান বা শারীরিক অবস্থা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিবেদন বা পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।



