কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে ১৫ বছরের সম্পর্ক ছিন্ন করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার সঙ্গে চুক্তি বাতিল করেছে বোর্ড। থেকেই তিনি আর দায়িত্বে থাকছেন না বলে জানিয়েছেন। চুক্তি বাতিল করায় নিয়ম অনুযায়ী, তাকে দুই মাসের বেতন দিতে হচ্ছে বিসিবির।
লঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে সর্বশেষ এক বছরের চুক্তি নবায়ন করেছিল বিসিবি। এর মধ্যে টমি হেমিংয়ের সঙ্গে চুক্তি করে বোর্ড। এরপর গামিনিকে রাজশাহী পাঠিয়ে দেওয়া হয়। তিনি ঢাকা ফিরে বিসিবির থেকে দেনা-পাওনা বুঝে নিয়ে চলে যাবেন।
বিসিবি বলেছে, ‘গামিনির সঙ্গে চুক্তিতে উল্লেখ ছিল, যদি আমরা শেষ বছরে এসে তাকে রাখতে না চাই, সেক্ষেত্রে দুই মাসের বেতন দিতে হবে। আমরা তাকে তার প্রাপ্য বুঝিয়ে দিয়ে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’
গামিনিকে ২০১০ সালে বিসিবির প্রধান কিউরেটরের দায়িত্ব দেওয়া হয়। চাকরির অধিকাংশ সময় তিনি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে কাজ করেছেন। বিসিবির ইতিহাসে এক মাঠের উইকেট নিয়ে দীর্ঘদিন কাজ করা একমাত্র কিউরেটর তিনি।
মিরপুরের উইকেট ধীর ও নিচু হওয়ার কারণে ভালো রান না হওয়ায় তিনি বিগত বছরগুলোতে সমালোচনার শিকার হয়েছেন। উইকেটে উন্নতি আনতে বিসিবি মাঝখানে টমি হেমিংকে নিয়োগ দিয়েছিল। কিন্তু গামিনি তাকে ঠিকঠাক সহযোগিতা না করায় এবং সম্পর্কে অবনতি হওয়ায় চাকরি ছেড়ে যান হেমিং।
ওই হেমিংকে নতুন করে নিয়োগ দিয়েছে বিসিবি। জানা গেছে, লঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভার ছেলে স্পেনে বসবাস করেন। বিসিবির সঙ্গে দায়িত্ব শেষ হওয়ায় তিনি ছুটি কাটাতে ছেলের কাছে স্পেনে যাবেন।




