ঘাটে এসে অঘটন
মজনু মিয়া
জীবনের একটা সময়, মনে হয় যেনো
সফলতা পেয়ে গেছি,কিন্তু আসলে নয়;
উঁচু সিঁড়ি থেকে হঠাৎ পড়ে গেলে যেমন
আৎকে উঠে মন, বিচলিত হয় জীবন।
তরী তীরে এসে যেমন ডুবে যায় আচমকা!
জীবনের কিছু সময় তেমন কূলে কূল হারা;
ভুল পথে হাঁটতে গিয়ে ফসকে যায় কূল
সঠিক পথে চললে নিরাশ হতে হয় না।
একদা শূন্য থেকে শুরু করে চলছি সদা
কখনো মুঠো ভরে সফলতা আসলেও তা
জীবন অবসানান্তে হারিয়ে যায় ভুলে
শেষ ঠিকানা হয় গিয়ে কান্না নদীর কূলে।
মির্জাপুর ,টাংগাইল,বাংলাদেশ।
০১৭২৬০৩৯৮৭০.