পেটে প্রচন্ড ব্যাথা অতঃপর অস্ত্রোপচারে বের হলো কুঁচিয়া

0
198

সিলেটে এক জেলের পায়ুপথে ঢুকে পড়া কুঁচিয়া অস্ত্রোপচার করে বের করা হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা এই কুচিয়া দু’দিন পর জীবিত অবস্থায় ওই জেলের পেট থেকে বের করেন। ঘটনাটি নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাসিন্দা সম্ররা মুন্ডা নামের এ জেলে মাছ ধরে স্থানীয়দের কাছে বিক্রি করেন। গত ২৩শে মার্চ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মিতিঙ্গগা চা বাগানের উপজাতি বাসিন্দা ধনমুন্ডার ছেলে সম্ররামুন্ডা স্থানীয় হাওরে মাছ ধরতে গেলে হঠাৎ কোমর সমান কাদায় আটকে যান। তখন তার দুই হাতে থাকা দুটি কুঁচিয়া মাছ কাদায় পড়ে যায়। তখন তিনি অনুভব করেন তার পায়ুপথে কি যেন ডুকছে। তবে সেটিকে গুরুত্ব দেননি তিনি। পরে সম্ররা মুন্ডা সেখান থেকে উঠে বাড়িতে আসার পর তার পেটে প্রচুর ব্যথা অনুভব হয়। রোববার স্থানীয় হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ওসমানীর চিকিৎসকরা তার কথা শুনে এক্সের মাধ্যমে পেটের ভিতর লম্বা আকৃতির একটি বস্তু দেখতে পান। কর্তব্যরত ডাক্তাররা সিনিয়দের সঙ্গে আলাপ করে সম্ররা মুন্ডাকে সন্ধ্যায় অপারেশন থিয়েটারে নিয়ে যান। সেখানে প্রফেসর জানে আলমের নেতৃত্বে ৪ জন চিকিৎসক ২ ঘণ্টা অপারেশন চালিয়ে পেটের ভিতর থেকে একটি জীবন্ত কুঁচিয়া মাছ বের করেন। এ ঘটনায় ডাক্তাররা বিস্মিত হন। রোববার রাতে সিওমেকের সার্জারি ইউনিট-২ প্রধান অধ্যাপক ডা. কাজী জানে আলমের নেতৃত্বে অস্ত্রোপচার করে ওই রোগীর পেট থেকে মাছটি বের করা হয়। ওসমানী মেডিকেলের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানিয়েছেন- হাসপাতালে অস্ত্রোপচার করে তার পেট থেকে জীবিত ২৫ ইঞ্চি কুঁচিয়া মাছ উদ্ধার করা হয়েছে। বর্তমানে সম্ররা মুন্ডা ওসমানী মেডিকেলের ১১নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি। তিনি এখন সুস্থ আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here